দেশজুড়ে

বোয়ালমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ৪:৪২:২৫ প্রিন্ট সংস্করণ

বোয়ালমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফরিদপুরের বোয়ালমারীতে ২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভূট্রা, সরিষা, চিনাবাদম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মুসুর, ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় কনফারেন্স হল রুমে আলোচনা সভা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন,

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষিবিদ এস এম রাশেদুল হাসান। এ সময় ইউনিয়নের চেয়ারম্যান মেম্বর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষি প্রণোদনায় শুভ উদ্বোধনে ২০০ প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে মোট ৬ হাজার ৪’শ ৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by