চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নের রাস্তা জনদূর্ভোগে প্রায় ৫ হাজার মানুষ।

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২২ , ৬:০২:৫৮ প্রিন্ট সংস্করণ

খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়য়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্ৰামের -৩নং ওয়ার্ডে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস,এছাড়া ও কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার লোকের চলাচল এই রাস্তায়। এই গ্ৰামের মূল রাস্তাটির বেহাল দশা দেখলে মনে হয় অভিভাবক হীন কোন দুর্গম এলাকার মানুষ হীনতাই স্তব্ধ হয়ে পড়ে আছে। এই রাস্তা দিয়ে যে শুধু পাইকপাড়া গ্ৰামের মানুষ চলাচল বা ব্যাবহার করে তা ও নয় এই রাস্তাটি দীর্ঘ অনেক বছর যাবত এলাকার জন প্রতিনিধিদের প্রতিশ্রুতির কথা শুনে আসলে ও নেই কোন উন্নয়নের ছোঁয়া,কেউ কেউ আবার এমন অভিযোগ ও করেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পাইকপাড়া গ্ৰামের উন্নয়নে বাধা গ্ৰস্ত হচ্ছে।
আর সেই কষ্ট পোহাতে হচ্ছে এলাকার সাধারণ জনগণের এই বিষয়ে স্থানীয় মেম্বার ইয়াসিন মিয়া জানান গত ৬/৭ বছর যাবত এলাকার জনগণ অনেক কষ্ট করে যাতায়ত করছে, একাধিক বার টেন্ডার হলে ও কেন যে বারবার এই রাস্তার কাজে বাধাগ্রস্ত হচ্ছে ওনি ঠিক বুঝতে পারছেন না এই বিষয়ে এলজিইডির অফিসের কর্মকর্তারাই ভাল জানেন বলে জানিয়েছেন।এমন করে চলে যায় দীর্ঘ অনেক দিন। সর্ব শেষ গত দুই তিন মাস আগে ও এই রাস্তার কাজ করার জন্য মাপামাপি হয়েছে । ওনাদের কষ্টের দীর্ঘ শ্বাস দেখে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে জানান এলাকার কিছু আওয়ামিলীগ নেতা কার চেয়ে কে বড় নেতা হবে সবাই যেন এই নিয়েই ব্যাস্ত। এই কাজ কবে যে শুরু বা শেষ কবে হবে তা ঠিক বলতে পারছেন না। গ্ৰামের এই রাস্তার কারণে বাঁধা গ্ৰস্থ হচ্ছে স্কুল কলেজ,মাদ্রাসা সহ কিন্ডার গার্টেন পড়ুয়া ছাত্র ছাত্রীরা,সেই সাথে গ্ৰামের বৃদ্ধ মুরুব্বি গন এমন কি গর্ভবতী মা বোনরা ও একটু বৃষ্টি হলেই যেন ঘর থেকে বের হবার উপায় খুঁজে পায়না এলাকাবাসী,কখনো কখনো গর্ভবতী মা বোনদের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে ডাক্তারের পরামর্শ নিতে যাবে এমন সাহস করতে ও যেন ভয়ে আতঙ্কিত হয়ে থাকতে হয় । এই গ্ৰামের রাস্তা দিয়ে যে শুধু পাইক পাড়া গ্ৰামের জনগন চলাচল বা ব্যবহার করে এমনটি নয়
এই রাস্তটির পাশের গ্ৰাম:জারুইল তলা থেকে শুরু করে পাইকপাড়া চাপুইর , চিনাইর গ্ৰাম সহ সংযুক্ত হয়েছে মাছিহাতা ইউনিয়নের কয়েকটি রাস্তায় চলাচল করছেন অনেক এলাকার মানুষ
এলাকাবাসীর দীর্ঘ শ্বাস নিচ্ছেন আর বলছেন এই রাস্তা দিয়ে দতাইসার ,চান্দি পাইক পাড়া সহ চাপুইরের গ্রামের জনগণের চলাচলের একমাত্র পথ এই দুই- ২ কিলোমিটার রাস্তাটি এখনি যদি মেরামত সহ কার্পেটিং করার ব্যাবস্তা করা না হয় সেই কাজ মনে হয়না শীঘ্রই করা কবে হবে। তাই এলাকাবাসীর একটাই দাবী আমাদের সব কষ্টের অবসান করে জনমনের সব কষ্ট দূর করে স্বস্তি ফিরে আসার ব্যাবস্ত করা হোক।
সেই সাথে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের নিকট ও মেরামতের জন্য তাদের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সাধারণ জনগণ
রাস্তাটি দ্রুত মেরামত না হলে ছয় গ্রামের প্রায়-৩০ হাজার মানুষের হাহাকার যেন কমবে না বলে এলাকাবাসীর দাবি।এ বিষয়ে জানতে চাইলে বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাকিম মোল্লা ভোরের দর্পণকে জানান, রাস্তাটি আসলেই বেহাল দশা জনগন চরম কষ্টে আছে তবে আমি যতটুকু জানি রাস্তাটির জন্য ডি ও লেটার পাঠানো হয়েছে অচিরেই কাজ হতে পারে।

আরও খবর

Sponsered content

Powered by