চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে জেলা পরিষদেরই ক্ষতি ‘পাঁচ কোটি’ টাকা

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২১ , ৭:৪১:০৪ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সময় জেলা পরিষদের প্রায় পাঁচ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। 

রোববার (১১ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এ দাবি করেন।

শফিকুল আলম জানান, ২৬ মার্চ বিকেলে ৪০০-৫০০ মাদ্রাসা ছাত্র পৌর এলাকার কাউতলীস্থ জেলা পরিষদ ডাক বাংলোতে হানা দেয়। তারা ডাক বাংলোতে হামলার পাশাপাশি অগ্নিসংযোগ করে। এ সময় কর্তব্যরত তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো রকমে আত্মরক্ষা করেন। লাফিয়ে পড়ে আহত হন একজন শ্রমিক। আগুন নেভাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফোন করা হলেও তারা কর্ণপাত করেননি বলেও অভিযোগ করেন পরিষদ চেয়ারম্যান। যে কারণে রাত একটা বেজে যায় আগুন নেভাতে।

ডাকবাংলোতে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ৪৯ লাখ টাকা দরকার পড়বে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, গত ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে জেলা পরিষদ কার্যালয়ে তাণ্ডব চালানো হয়। এ সময় লাফিয়ে পড়ে কিছু সংখ্যক কর্মচারি আহত হন। তাণ্ডবে সব মিলিয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়। এসব রক্ষণাবেক্ষণ কাজে প্রায় দুই কোটি টাকা প্রয়োজন।

তিনি জানান, কেবল মাত্র জেলা পরিষদ নয়। জেলা শহরসহ আশপাশের ৪৬ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নারকীয় তাণ্ডব চালানো হয়। জেলা পরিষদের ডাক বাংলো এবং কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ৪ এপ্রিল জেলা পরিষদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। রাষ্ট্রের সম্পদ নষ্ট করার জন্যে হেফাজতকর্মীদের আইনের আওতায় এনে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাশাপাশি তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

আরও খবর

Sponsered content

Powered by