ঢাকা

ভাঙ্গুরীর কারখানায় কাজ করতে গিয়ে মালিক জয়েন উদ্দিনের হাতুরীর আঘাতে চোখ হারালেন সিয়াম

  প্রতিনিধি ৬ জুন ২০২১ , ৫:৩৮:১২ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইল:

পিতার এক মাত্র সন্তান সিয়াম সংসারের অভাবে স্কুলের গুন্ডি পার না হতেই বাবার সাথে সংসারের হাল ধরেন ২২ বছরের সিয়াম,টাঙ্গাইল পৌরসভার আশেকপুর  ব্রীজের সাথেই জয়েন উদ্দিনের ভাঙ্গুরীর কারখানা, এই কারখানাতেই র্দীঘদিন যাবত কাজ করে আসছে সিয়াম,৯ মে ২০২১ইং রবিবার আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকার সময় সিয়াম কাজ করছিলেন,একটি বড় লোহার ব্যারিং খোলার জন্য চেষ্টা করছিলেন এক পর্যায় সিয়াম খুলতে ব্যর্থ হয়,পরে মালিক জয়েন উদ্দিন এসে সিয়ামকে বকাঝকা করতে থাকে এবং এক পর্যায় মালিক জয়েন উদ্দিন রাগের বর্ষভুত হয়ে ব্যারিং এর উপর বড় হাতুড়ি দিয়ে জোড়ে বাড়ি দেয় এক পর্যায় ব্যারিং এর রিং খুলে এসে সিয়ামের চোখে লাগে,সাথে সাথে সিয়ামকে আশেকপুর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়, প্রাথমিক চিকিৎসা দিয়ে সিয়ামকে বাড়ীতে পাঠিয়ে দেয়,এক সময় সিয়ামের চোখের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিয়ামকে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালে নেয়া হয়,এবং একটি চোখ নষ্ট হয়ে যাওয়ায় ডাক্তারের পর্রামর্শে ডান চোখটি তুলে ফেলা হয়।
র্দীঘ প্রায় এক মাস চিকিসাৎ শেষে গত ৩০ মে ২০২১ইং বিজ্ঞ সদর থানা জুডিঃ ম্যাজিঃ আমলী আদালত,টাঙ্গাইল মুলে কারখানার মালিক জয়েন উদ্দিনকে ১নং আসামী করে একটি মামলা দায়ের করেন সিয়াম। মামলার সূত্রে যানা যায় বাদী সিয়ামকে জোর করেই ভারি কাজ করতে বলা হতো, না করলে চাকুরী থেকে বহিস্কার করবে ।অসহায় সিয়াম সংসারের অভাবের দিকে তাকিয়ে সকল নির্যাতন সহ্য করে কাজ করতেন। সিয়ামের বাবা শহিদুল বলেন, আমার ছেলের একটি চোখ চিরদিনের জন্য নষ্ট হয়ে গেল,আজ পর্যান্ত কারখানার মালিক জয়েন উদ্দিন ছেলেকে দেখতে ও একটি টাকা দিয়েও সহযোগিতা করে নাই।
আমি আমার ছেলের ন্যায্য বিচার ও ক্ষতিপূরণ দাবি করি।

আরও খবর

Sponsered content

Powered by