আন্তর্জাতিক

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করল পাকিস্তান

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২১ , ৭:২৩:০৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থান না বদলালে দিল্লির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 

সংবাদমাধ্যম দ্যা ভয়েস আমেরিকা জানিয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এ কথা জানান পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

তিনি বলেন, নয়াদিল্লি কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে না দিলে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করবে না ইসলামাবাদ।

প্রতিবেশী দেশ ভারত থেকে সুতা ও চিনি আমদানির নীতিগত সিদ্ধান্ত নেয়া হলেও তা স্থগিত করা হয়। এতে স্থানীয় বাজারে পণ্যের দাম বাড়লেও কাশ্মীরের সাধারণ মানুষের স্বার্থে পাকিস্তানের জনগণকে এই ভোগান্তি মেনে নেয়ার আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

ভারতের সাথে আপাতত বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখা হলেও মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্যসম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by