দেশজুড়ে

ভোমরা স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় ১৬৫ ট্রাক পেঁয়াজ

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ১০:৫৯:১৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চতুর্থ দিনের (১৪ সেপ্টেম্বর থেকে) মত ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ভারত থেকে কোনো পেঁয়াজের ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে দেখা যায়নি। এই বন্দর দিয়ে পেঁয়াজ ছাড়া অনুমোদিত অন্য সব পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে।

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমসে ১৬৫ পেঁয়াজ ভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ভারতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই যেকোন সময় বাংলাদেশে এসব ট্রাক প্রবেশ করবে।

এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজার নিয়ন্ত্রণে রাখতে সাতক্ষীরায় চলছে টাস্কফোর্সের অভিযান। বাংলাদেশের পেঁয়াজ ব্যাবসায়ীরা যাতে পেঁয়াজ মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি না করতে পারে সেজন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানান সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মুরশিদা খাতুন।

তিনি  জানান, তারা ভোমরা স্থলবন্দরসহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করছেন।

উল্লেখ্য, গত সোমবার হঠাৎ করেই ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।

আরও খবর

Sponsered content

Powered by