খেলাধুলা

ভ্যাকসিন নিয়ে যা বললেন তামিম

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২১ , ৬:৪৬:২৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

নিউজিল্যান্ড সফর সামনে রেখে করোনার টিকা নিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। ভ্যাকসিন নেয়ার প্রক্রিয়াকে সহজ উল্লেখ করে সবাইকে এই সুযোগ নেয়ার আহ্বান টাইগার দলপতির। তামিম ছাড়াও কুর্মিটোলায় ভ্যাকসিন নিয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, তাসকিন আহমেদরা। বাকিরা নেবেন শনিবার।

কুর্মিটোলায় এক অন্য রকম উৎসব। মাঠে যাদের দেখে হাসি-কান্না-আফসোস-ভালোলাগা অনুভব করেন সমর্থকরা, যাদের দেখে লড়াইয়ের প্রেরণা পাওয়া যায়, তারাই মাড়ালেন হাসপাতালের চৌকাঠ।

এর আগেও নানারকম ইনজুরি নিয়ে হাসপাতালে যেতে হয়েছে তামিম ইকবালকে। তবে, এবার কোনো ইনজুরি নয়। মহামারি থেকে রক্ষা পেতে ভ্যাকসিনেশনের জন্যই এখানে ওয়ানডে ক্যাপ্টেন। প্রায় এক বছর গোটা বিশ্ব কোভিড নাইন্টিনের থাবায় জর্জরিত। ভাইরাসকে প্রতিহত করার টিকা এরইমধ্যে পৌঁছে গেছে বাংলাদেশের মানুষের কাছে। তামিম ছাড়াও রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকার আওতায় এসেছেন সৌম্য-মিরাজ-তাসকিনরা।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, পুরো জিনিসটা বাংলাদেশ সরকার খুবই সুন্দরভাবে আয়োজন করেছে। এটা আসরে প্রশংসার করার মতো। আমরা যেভাবে নেগেটিভ বিষয়গুলো তুলে ধরি। সেই সাথে পজিটিভ বিষয়গুলো তুলে ধরা উচিত।

রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্র। তবে, বিশেষ বিবেচনায় টিকা পেয়েছেন টাইগারদের বিদেশি কোচিং স্টাফরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, নিউজিল্যান্ড সফরে যেসব ক্রিকেটাররা যাবেন। তারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন। একই সঙ্গে বিদেশি কোচিং স্টাফদেরও টিকার ব্যবস্থা করা হয়েছে।

নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফিরে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবেন ক্রিকেটাররা।

আরও খবর

Sponsered content

Powered by