দেশজুড়ে

মসজিদে বিস্ফোরণের ঘটনায় আজ প্রতিবেদন জমা দিবে তিতাস

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ১২:৪২:৫৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রতিবেদন জমা দিবে আজ তদন্ত দল ।

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গঠিত তিতাস গ্যাস কর্তৃপক্ষের তদন্ত কমিটি বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে সচিবালয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কমিটি প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মসজিদের ভেতরে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে ৩১ জন মারা গেছেন।

দুর্ঘটনার পর দিন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এ দুর্ঘটনায় গত ৭ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা অফিসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by