রাজশাহী

সিরাজগঞ্জে শিক্ষার মান বৃদ্ধির লক্ষে মতবিনিময়

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২২ , ৮:২৩:৪৮ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) ফোর বাস্তবায়নের লক্ষে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও গণস্বাক্ষরতা অভিযানের আয়োজনে আশা প্রজেক্টের সহযোগিতায় শিক্ষার মান বৃদ্ধির লক্ষে সিরাজগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে এসডিজি ফোর লিংকিং ফাইভ ইয়ার প্লান এডুকেশন বিষয়ক সার্বিক চিত্র উপস্থাপন করেন ব্র্যাক বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ইউনেসকো কনসালটেন ড. জিয়া-উস সবুর। এনডিপির উপপরিচালক (এম এন্ড ই) কাজী মাসুদুজ্জামানের সঞ্চালনায় সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) ফোর এর উদ্যেশ্যে বর্ণনা করেন গণস্বাক্ষরতা অভিযান এর উপকার্যক্রম ব্যবস্থাপক মো. আব্দুর রউফ। এসময় উম্মুক্ত আলোচনা সভায় অংশগ্রহন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা, সালেহা ইসহাক সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফসার আলী, বিএল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম সেখ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by