Uncategorized

মহম্মদপুরে বাড়ি ভাংচুর-লুটপাটের অভিযোগ

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২০ , ৬:৫৫:০২ প্রিন্ট সংস্করণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের চুড়ারগাতী বাজার সংলগ্ন দিপক বিশ^াস (৪৭) নামে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বাড়ির সদস্যদের অনুপস্থিতীতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গত শনিবার বিকালে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলার সাথে দিপকের আপন ভাই ও ভাতিজারা জাড়িত বলে জানা গেছে। পরিবারটি বর্তমানে ভাঙাচোরা ঘরে নিরাপত্তাহীনতায় বসবাস করছে। ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার দিপক বিশ^াসের শশুর ফরিদপুরে মারা যান। শশুরের শেষ কৃত্বানুষ্ঠান শেষ করার জন্য পরিবারের সদস্যদের নিয়ে দিপক শুশুর বাড়িতে চলে যায়। বাড়ি ফাকা পেয়ে তার বড় ভাই দিপুল বিশ^াস (৫০), দিপঙ্কর বিশ^াস (৪৫), ভাতিজা অনুপ বিশ^াস (২৬) ও কংকন বিশ^াস (১৬) দিপকের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়।

হামলা ও লুটপাটের বিষয়ে দিপক বিশ^াসের স্ত্রী সিমা বিশ^াস জানান, বাবা মারা যাবার পর বাবাকে দেখতে গেলে আমার ভাশুর, দেবর ও তাদের ছেলেরা বাড়ি ফাঁকা পেয়ে ভাংচুর চালায় ও ঘরে থাকা নগদ ৭৫/৮০ হাজার টাকা, এক ভরি ওজনের ২টা চেইন, ৭ আনা ওজনের ২টা কানের দুল ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। অভিযুক্ত দিপুল বিশ^াস বলেন, বাড়িঘরে হামলা করা বা লুটপাট করা হয়নি। ঘর মেরামত ও শাটার লাগানোর জন্য সামনের বেড়াটা তুলে ফেলা হয়েছে। তবে ঘটনার সময় তিনি নিজে উপস্থিত ছিলেন না বলেও দাবি করে বলেন, আমার ছোট ভাই ও তার ছেলে এই বেড়া ভেঙ্গেছে। ঘটনার সাথে জড়িত সকলেই বাবুখালী ইউনিয়নের কুলিপাড়া গ্রামের মৃত ডা. দুলাল বিশ^াসের ছেলে ও নাতি। মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ তারক বিশ^াস বলেন, হামলা ভাংচুর ও লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। থানায় কোনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আরও খবর

Sponsered content

Powered by