রাজশাহী

মোকামতলায় সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২০ , ৫:৫৩:২২ প্রিন্ট সংস্করণ

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া মোকামতলায় অনিয়মের মাধ্যমে সেচ পাম্পের লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগ দেয়ার পায়তারা বন্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার মোকামতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিবগঞ্জের সৈয়দপুর ইউপির আমঝুপি গ্রামে কৃষক শাহিনুর ইসলাম। তিনি লিখিত বক্তব্যে বলেন, তিনি এবং তার গ্রামের গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেন আমঝুপি মৌজার ৭৯৩নং দাগে বিএডিসি অফিসে সেচ পাম্পের লাইন্সেসের জন্য আবেদন করেন। এটা জেনে অবৈধভাবে একই গ্রামের জাহাঙ্গীর আলম ওই মৌজার ৮১৪নং দাগে আমাদের পরে আবেদন করে মাঠে তদন্ত ছাড়াই লাইসেন্স পেয়ে যায়। তিনি উল্লেখ করেন, সেচ নীতিমালা অনুযায়ী সেচের আবেদন করার পর সরেজমিনে তদন্ত করে লাইসেন্স প্রদান করা হয়। সেখানে একটি সেচপাম্প থেকে আরেকটির দূরত্ব হতে হয় ৭শ ফুট। কিন্তু সেচনীতি মালা অমান্য করে গোপনীয়ভাবে জাহাঙ্গীর আলম লাইসেন্স প্রদান করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ওই লাইসেন্স বাতিলসহ সরেজমিনে তদন্ত করে সেচ নীতিমালা অনুযায়ী লাইসেন্স প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by