রাজশাহী

মহাদেবপুরে আশ্রয়ণ প্রকল্পের মতবিনিময় সভা

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ৬:৪৩:০৩ প্রিন্ট সংস্করণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে শুক্রবার মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের পুনর্বাসিত পরিবারের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোদইল আশ্রয়ণ প্রকল্পে নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।

স্বাগত বক্তব্য রাখেন এনায়েতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিঞা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, ডিডিএলজি উত্তম কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by