রাজশাহী

মহাদেবপুরে শিখরে জন্মশতবার্ষিকী ও শিকড়ে সুবর্ণজয়ন্তী উদযাপন

  প্রতিনিধি ৩১ মার্চ ২০২১ , ৯:০৮:৫৩ প্রিন্ট সংস্করণ

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর মহাদেবপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিখরে জন্মশতবার্ষিকী ও শিকড়ে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করা হয়েছে। মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত মঙ্গলবার স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় এ উপলক্ষে আলোচনা সভায় মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহা. মাহবুবুর রহমান ধলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম।

 

সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও রাবেয়া রহমান পলি, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ, নওগাঁ জেলা আ.লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, উপজেলা আ.লীগের সহসভাপতি গোলাম নূরাণী আলাল, যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা কৃষকলীগের সভাপতি অমিত কুমার ব্যানার্জি বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ৬০ জনকে বঙ্গবন্ধু স্মৃতি শ্রদ্ধা স্মারক-২০২১ ও ২৫০ জনকে কর দাতা সম্মাননা স্মারক প্রদান করেন।

আরও খবর

Sponsered content

Powered by