ময়মনসিংহ

মাদক সেবন করায় অর্থ ও কারাদন্ড

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩১:১০ প্রিন্ট সংস্করণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে আসর বসিয়ে মাদক সেবন করায় তিন জন মাদকসেবীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদন্ড দেন সহকারি কমিশনার (ভূমি) সাঈদা পারভীন। সোমবার সংবাদ পেয়ে অতিদ্রæত ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একজনকে এক বছর কারাদন্ড ও পাঁচহাজার টাকা অর্থদন্ড প্রদান করে। অপর ২ জনকে তিন মাস করে কারাদন্ড, একহাজার টাকা জরিমানা করেন। এ অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলার কর্মকর্তাবৃন্দ।
আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এর সভাপতিত্বে গতকাল উপজেলা পরিষদ হল রুমে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। সভায় ভার্চুয়াল হিসেবে প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখরুল ইমাম এম.পি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র মো. আব্দুস সাত্তার, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নূরুল ইসলাম সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাহমুদা হাসান পলি, থানা অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, মগটুলা ইপি চেয়ারম্যান বদরুজ্জামান মামুন, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফা (হানিফ), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ সহ আরো অনেকে অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by