ঢাকা

মাদারীপুরে নদী ভাংঙ্গনে স্কুল ও সাইক্লোন সেন্টার

  প্রতিনিধি ৮ জুন ২০২১ , ৬:৫৫:৩৯ প্রিন্ট সংস্করণ

ম.ম.হারুন অর রশিদ, মাদারীপুর:

মাদারীপুরের নদী গুলোতে পানি বাড়ার সাথে সাথে পদ্মা আড়িয়াল খাঁ সহ কয়েকটি নদীর বিভিন্ন স্থানে ভাংতে শুরু করেছে। এ ভাঙ্গনে বিলীন হয়ে গেছে ফসলি জমি, একটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন সেন্টার। এছাড়া বিগত দিনে নদীভাঙনে প্রায় দুই শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

বর্তমানে অব্যাহত রয়েছে নদী গুলোর ভয়ঙ্কর তাণ্ডব। অপরদিকে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদীর পাড়ের পরিবার গুলো। এর মধ্যে আড়িয়াল খাঁ নদী ভাঙ্গন কবলিত মানুষ কোনো প্রকার সহযোগিতা না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সরকারের প্রতি। কালকিনি উপজেলার আলীনগর এলাকার চরহোগলপাতিয়া গ্রামের ওপর দিয়েই বয়ে গেছে আড়িয়াল খাঁ নদী। বিগত দিনেও নদীতে চলে গেছে এ গ্রামের অনেক বাড়িঘর, কয়েকশ’ একর ফসলি জমি ও চরহোগলপাতিয়া জামে মসজিদ। সে সময়ও কোন প্রকার ব্যাবস্থা নেয়নি সরকারের কোন দপ্তর। বর্তমানে আড়িয়াল খাঁ নদী চরহোগলপাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, প্রায় ১ কিলোমিটার ধান সহ জমি, আখ ও পাটসহ বিভিন্ন প্রকার ফসলি জমি চলে গেছে নদীর গর্ভে।

ভাঙ্গনে রোধে এখন পর্যন্ত কোন ব্যাবস্থা নেওয়া হয়নি জেলা প্রসাশনের পক্ষ থেকে। স্থানীয় আলীনগর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন বলেন, আড়িয়াল খাঁ নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে বহুবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছি। তবে দুঃখের বিষয় এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের ব্যবস্থা করা হবে। আর বিদ্যালয় আবার নতুন জায়গায় উত্তোলন করার ব্যবস্থা নেয়া হবে। কেউ শিক্ষা থেকে বঞ্চিত হবে না। মাদারীপুর পানি উন্নয়ন র্বোড এর নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম সাহা বলেন, আমরা সারা মাদারীপুরে নদী ভাঙ্গন রোধে প্রকল্প করে অনুমোদনের জন্য মন্ত্রনলয়ে পাঠিয়েছি পাশ হলে কাজ শুরু করবো।

আরও খবর

Sponsered content

Powered by