ঢাকা

রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২২ , ৭:০৪:৩২ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, মুড়াপাড়া ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদসহ সামাজিক সংগঠনের উদ্যোগে গতকাল ১৭ মার্চ বৃহস্পতিবার স্বাধীনাতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের শারিরিক কসরত, প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রূপগঞ্জ উপজেলা কড়ইতলা মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্যময় জীবনী নিয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডারব বীর মুক্তিযোদ্ধা আমানউল্লাহ আমান, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান তারেক, ওবায়দুল মজিদ জুয়েল, আলহাজ্ব হাবিবুর রহমান, আব্দুল মান্নান মুন্সী, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।

পরে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আরও খবর

Sponsered content

Powered by