দেশজুড়ে

মাদারীপুরে ২৬ বস্তা চাল উদ্ধার, ইউপি সদস্য সহ ৪ জন আটক

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৬:১৭:৩৬ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ২৬ বস্তা চাল উদ্ধার করেছে ডাসার ও রাজৈর থানা পুলিশ। শনিবার রাতে কালকিনি উপজেলার ডাসার থানাধীন উত্তর চলবল ও উত্তর শশিকর থেকে ১হাজার ৩শ’ কেজি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাসার থেকে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। এ দিকে রাজৈরের একটি রাইস মিল থেকে থেকে সরকারী চাল সহ ৩জনকে আটক করা হয়েছে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নেওয়াজ জানান, আমরা সম্পুর্ন ব্যাপারটা জেনে আপনাদেরকেও জানাবো। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া জানান, শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা চালের বস্তা পরিবর্তণ করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত উত্তম সরকার ও প্রকাশ বাড়ৈ। পরে তার ঘরে তল্লাসী চালিয়ে ৩০ কেজির ৭বস্তা খাদ্য অধিদপ্তরের চাল উদ্ধার করা হয়। এবং নবগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য উত্তম কুমার বিশ্বাসকে আটক করা হয়। এছাড়া অভিযুক্ত বাকি দুইজন উত্তম ও প্রকাশকে ধরতে পুলিশের গোয়েন্দা টিম কাজ করছে।
 

আরও খবর

Sponsered content

Powered by