চট্টগ্রাম

মারামারির মামলায় জামিন পেলেন ইউপি চেয়ারম্যান

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৪ , ৭:০৬:৫১ প্রিন্ট সংস্করণ

মারামারির মামলায় জামিন পেলেন ইউপি চেয়ারম্যান

কুমিল্লার দেবীদ্বারে মারামারির ঘটনার জের ধরে দায়ের করা মামলায় অভিযুক্ত ১১ নং রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকারসহ ৩ অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছেন।

জামিনে মুক্তিপ্রাপ্ত অন্যান্যরা হলেন, মামলায় এজহারভুক্ত ৬ নং অভিযুক্ত বেতোরা গ্রামের মো. খলিলুর রহমানের পুত্র মো. আবু বক্কর এবং উখারী গ্রামের মো. মফিজের পুত্র ৭ নং অভিযুক্ত মো. মোশাররফ হোসেন। সোমবার দুপুরে কুমিল্লা ৪ নং আমলী আদালতে হাজির হয়ে উল্লিখিত ৩ অভিযুক্ত জামিন আবেদন করলে ওই আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।

ইউপি চেয়ারম্যানসহ ৩ অভিযুক্ত জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।জামিনে আসা ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন জানান, মানিকের উপর হামলার বিষয়ে আমি কিছুই জানতাম না, একদিন পরে বিষয়টি শুনলেও এখন দেখি ওই মামলার ৯ নম্বর আসামি আমাকে করা হয়েছে।

গত ইউপি নির্বাচনে পরাজিত এক প্রার্থীর প্ররোচনায় আমাকে হয়রানি করতেই ওই মামলায় আমাকে জড়ানো হয়েছে। উল্লেখ্য গত ২১ জানুয়ারি উপজেলার ১২ নং রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সরকারের ছেলে মোফাজ্জল হোসেন সরকার (মানিক) ফজরের নামাজ পড়তে মরিচা কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়ার পথে মসজিদের পশ্চিম পাশে সড়কের উপর ১৬/১৭ জনের একটি সশস্ত্র সংঘবদ্ধ দল অতর্কীত হামলা চালায়।

এসময় হামলাকারীরা মানিকের এক হাত ভেঙ্গে দেয় এবং দু’পায়ের হাটুর বাটি ও মাথা ফাটিয়ে দেয়। ওই ঘটনায় আহত মানিকের ভাই মো. জাভেদ হোসেন সরকার বাদী হয়ে রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকারসহ ৯জনকে এজহারভুক্ত করে দেবীদ্বার থানায় ০২/০২/২০২৪ইং তারিখ একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩/২৫।

আরও খবর

Sponsered content

Powered by