দেশজুড়ে

মুন্সিগঞ্জে ২ পুলিশ কর্মকর্তা সহ করোনা আক্রান্ত সর্বমোট ১১৮

  প্রতিনিধি ২ মে ২০২০ , ৩:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার রাত ১১টায় পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম এই তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে ‘নিপসম’ থেকে ম্যাসজে এই তথ্য দেয়া হয়েছে। এছাড়াও মুন্সিগঞ্জে বসবাসরত নারায়নগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক কর্মকর্তা করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। 

মুন্সিগঞ্জে নতুন করে আরও ৮ জনের রিপোর্টে করোনা পজিটিভ নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৬ জন, টঙ্গীবাড়িতে ১ জন, শ্রীনগরে ৩জন করোনা শনাক্ত হয়েছে। তবে এর মধ্যে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিনের নাম নেই। 

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী – মুন্সিগঞ্জের মোট আক্রান্ত- ১১৭জনের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ৪৫ জন, গজারিয়ায় ১২ জন, টঙ্গীবাড়িতে ১২জন, সিরাজদিখানে  ২৩ জন, শ্রীনগরে ১১ জন এবং লৌহজং উপজেলায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সর্বশেষ হিসাব অনুযায়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সহ সর্বমোট আক্রান্ত ১১৮ জন।

আরও খবর

Sponsered content

Powered by