দেশজুড়ে

লালপুরে ডেঙ্গুতে স্কুলশিক্ষিকার মৃত্যু

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৩ , ৩:৫২:৪৩ প্রিন্ট সংস্করণ

লালপুরে ডেঙ্গুতে স্কুলশিক্ষিকার মৃত্যু
হোসনেয়ারা খাতুন হীরা। ফাইল ছবি

নাটোরের লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হোসনেয়ারা খাতুন হীরা (৪০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত হোসনেয়ারা উপজেলার উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং আট্টিকা গ্রামের মোজাম্মেল হক মাস্টারের স্ত্রী ছিলেন।

শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হেসেন দৈনিক সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. বেলাল হোসেন জানান, ‘হোসনেয়ারা খাতুন হীরা এক সপ্তাহ হলো জ্বরে আক্রান্ত ছিলেন। চারদিন আগে জ্বর নিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্যারাসিটামল সেবনের পরামর্শ দেন। নিয়মিত প্যারাসিটামল সেবনের পরেও তার কোনো উন্নতি না হওয়ায় গতকাল শুক্রবার আবারও লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তার ডেঙ্গু শনাক্ত হয়। তিনি সেখানে ভর্তি হন। পরে সন্ধ্যা ৭টার দিকে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান। রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আট্টিকা গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by