রাজশাহী

রাণীনগরে বই ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২১ , ৪:১৭:১০ প্রিন্ট সংস্করণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে নিজ উদ্যোগে গড়ে তোলা ‘মেঘনা অধ্যয়ন কেন্দ্রে’র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বাড়ি বাড়ি গিয়ে এসব বই ও উপকরণ বিতরণ করেন পরিচালক রবিউল ইসলাম।

রাণীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াতা গ্রামে কৃষক আলম সরদারের ছেলে গত তিন বছর আগে ছাত্র-ছাত্রীদের প্রতিভা ও মেধার সমন্বিত উৎকর্ষ সাধনের প্রত্যয়ে, পড়া লেখা থেকে ঝড়ে পড়া রোধ করতে এবং গ্রামকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ৩ থেকে ৫ বছরের শিশুদের নিয়ে ‘মেঘনা অধ্যয়ন কেন্দ্র’ গড়ে তুলেছেন তিনি। গত বছর ওই কেন্দ্র থেকে ৮ জন শিক্ষার্থীকে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেয়া হয়েছে।

এবারও ৯জন শিক্ষার্থীকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন রবিউল। প্রতি বছর শিক্ষার্থীদের কেন্দ্রে ভর্তি করে নেন। এবছর প্রায় ১৫জন শিক্ষার্থীকে ভর্তি করেছেন ।

 

আরও খবর

Sponsered content

Powered by