বাংলাদেশ

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান হাছান মাহমুদের

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৪ , ৭:১২:৫৪ প্রিন্ট সংস্করণ

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান হাছান মাহমুদের

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশ’র ভাইস-চেয়ার লেবার পার্টির এমপি বীরেন্দ্র শর্মার নেতৃত্বে চারজন এমপিসহ আট সদস্যের প্রতিনিধিদল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশে ইউকের ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষি এবং আইসিটি খাতে বিনিয়োগ করার যে সুযোগ রয়েছে, এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ দুটো খাতে বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা আছে। অনেক প্রবাসী বাংলাদেশি বাংলাদেশে বিনিয়োগ করার সামর্থ্য রাখেন এবং অনেকের মধ্যে বিনিয়োগের আগ্রহও তৈরি হয়েছে।

তিনি বলেন, গত ১৫ বছরে আমাদের কৃষি খাতে প্রচুর উন্নয়ন হয়েছে, বিশেষ করে যান্ত্রিকীকরণে। ১৫ বছর আগে হালের বলদ দিয়ে চাষাবাদ করা হতো, এখন হয় না, কদাচিৎ দেখা যায়। আগে ধান মাড়াই কীভাবে হতো, এটি এখন আমরা ছবিতে বা ভিডিওতে দেখি। এখন ধান মাড়াই হয় আধুনিক পদ্ধতিতে।

বৈঠকে উপস্থিত যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের অন্য সদস্যরা হলেন- কনজারভেটিভ পার্টির এমপি ও সাবেক প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি মন্ত্রী পল স্কালি, লেবার পার্টির এমপি ও পররাষ্ট্রবিষয়ক সিলেক্ট কমিটির সদস্য নিল কোয়েল, বিরোধীদলীয় (লেবার পার্টি) হুইপ লেবার পার্টির অ্যান্ড্রু ওয়েস্টার্ন।

একই সঙ্গে সফররত হাউজ অব কমন্সের সিনিয়র পার্লামেন্টারি অ্যাসিস্ট্যান্ট ডোমিনিক মোফিট, কুইনস কমনওয়েলথ ট্রাস্টের উপদেষ্টা ও বাণিজ্য প্রতিষ্ঠান কানেক্ট চেয়ারম্যান জিল্লুর হুসেইন ও কানেক্টের প্রধান নির্বাহী ড. ইভলিনা বানায়ালিভা এবং কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. সুমন চৌধুরী বৈঠকে অংশ নেন।

আরও খবর

Sponsered content

Powered by