দেশজুড়ে

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আশুলিয়ায় গৃহহীনের মাঝে ঘর প্রদান

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২১ , ৫:৫৫:০৬ প্রিন্ট সংস্করণ

মশিউর রহমান, আশুলিয়া(ঢাকা) প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে বিভিন্ন জেলায় চলমান আশ্রয় কর্মসূচির বাস্তবায়নে গৃহহীনদের মাঝে নব নির্মিত আধা পাকা ঘর প্রদান কর্মসূচি উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

এরই ধারাবাহিকতায় আশুলিয়া থানা যুবলীগের উদ্যোগে গৃহহীনের মাঝে ঘর প্রদানসহ কেক কেটে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার ঘোষবাগ কুন্ডোলবাগ এলাকায় এই সব কর্মসূচির আয়োজন করা হয়।

প্রথমে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোঃ কবির হোসেন সরকারের নিজস্ব অর্থায়নে আকলিমা বেগম নামের এক গৃহহীনের মাঝে নবনির্মিত ঘরের চাবি উপহার দেওয়া হয়। এরপরে কেক কাটার আয়োজন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মঈনুল ইসলাম ভূইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমীন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা । আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ ঈসমাইল হোসেন বকুল ভূঁইয়া, মোঃ সোহেল সরকার, মোঃ আরিফ হোসেন ভূঁইয়া, মোঃ কাইয়ুম খানঁ, মোহাম্মদ আলী মন্ডল, মোঃ রিপন পলান, মোঃ জুয়েল রানা ও মোঃ শাহীন সরকার।এছাড়াও ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ হুমায়ুন কবির মিয়া, মোঃ রনি সরকার এবং মোঃ মাসুদসহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content

Powered by