দেশজুড়ে

যৌথ অভিযানে কেএনএফ সদস্য নিহত

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৪ , ৩:২৯:৫৪ প্রিন্ট সংস্করণ

যৌথ অভিযানে কেএনএফ সদস্য নিহত

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল ) রাত ৮ টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপির বিষয়টি নিশ্চিত করে।

এসময় আইএসপির এর সুত্রে আরো জানানো হয় অভিযানে অস্ত্র,  গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত নিহতের নাম জানা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয়রা জানান দীর্ঘদিন ঐ এলাকায় কেএনএফ এর বিচরণ থাকলেও যৌথ অভিযানের শুরুর  পর হতে কিছুটা গা- ডাকা দেয় সন্ত্রাসীরা।তবে ব্যাংক ডাকাতির ঘটনার পর হতে এলাকায় ব্যপক আইনশৃঙ্খলা জোরদার সহ টহল বৃদ্ধি করা হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত চলতি বছরের গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারে যৌথ অভিযান চলমান রয়েছে।অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।

এখন পর্যন্ত যৌথ অভিযানে বিভিন্ন সময়ে কেএনএফ সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগে নারি ও পুরষ সহ আটক ৭১ জন কারাগারে আছেন।

আরও খবর

Sponsered content

Powered by