দেশজুড়ে

রংপুরে ডপসের সহায়তা পেল ৯০০ পরিবার

  প্রতিনিধি ৬ জুলাই ২০২১ , ৭:২৬:১০ প্রিন্ট সংস্করণ

রংপুর ব্যুরো:

রংপুরে সংখ্যালঘু সম্প্রদায় ও দলিত পরিবারের ৯০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডপস। প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধের সময়ে সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হতদরিদ্র ও নিম্ন আয়ের এসব পরিবার।

মঙ্গলবার সকালে রংপুর সদর উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসডিসি’র অর্থায়নে জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি-হিউম্যান রাইটস্ এন্ড জাস্টিস প্রোগ্রামের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করে ডপস।

সহায়তা হিসেবে দেওয়া প্রতিটি প্যাকেটের মধ্যে ১২ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি আটা, ২ লিটার সয়াবিন তেলসহ এক কেজি করে লবণ, চিনি ও চিড়া রয়েছে। সঙ্গে এক কেজি করে জীবাণুনাশক ডিটারজেন্ট পাউডার ও ছয়টি করে সাবান রয়েছে। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী, সুজন’র মহানগর সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহাবুবার রহমান, এনজিও অবলম্বন’র নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডপস’র নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তী ।

 

 

আরও খবর

Sponsered content

Powered by