দেশজুড়ে

রংপুরে হারিয়ে যাচ্ছে জলময়ুরের আবাসস্থল

  প্রতিনিধি ২৮ জুন ২০২১ , ৮:১৯:৩৪ প্রিন্ট সংস্করণ

রংপুর ব্যুরো:

রংপুরে দেখা মিলছে জলময়ুর। গত সপ্তাহে এ জলময়ুরের দেখা যায়। জলে কাটে জলময়ুরের জীবন। সারাদিন পদ্মপাতার উপর ছোটাছুটি। পদ্মপাতার উপর খড়কুটো দিয়ে এরা বাঁধে বাসা। বাসায় ডিম দেয়ার পর স্ত্রী জলময়ুর ১২ থেকে ২০ দিনের মাথায় আরেকটি পুরুষ জলময়ুরের সাথে বাসা বাঁধে। সেখানেও ডিম দিয়ে চলে যায় স্ত্রী জলময়ুর।

পাখি প্রেমী প্রকৌশলী ফজলুল হক বলেন, রংপুরের বেশ কিছু বিলাঞ্চলে এ পাখিগুলো দেখা যায়। গত সপ্তাহে মিঠাপুকুর উপজেলার বলদীপুকুরে পাখিটিকে দেখা গেছে। এ পাখিটি দেখতে খুবই সুন্দর। তবে তাদের আবাসস্থল বিলগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে।

ফলে এ পাখির জীবনচক্র সংকটের মুখে পড়েছে। পুরুষ জলময়ুর শব্দ করে স্ত্রীকে কাছে ডাকে। এক সময় একে অপরকে মানিয়ে নিয়ে ঘর বাঁধে। স্ত্রী জলময়ুর ৪টি ডিম পেরে চলে যায়। এরপর ডিমের দায়িত্ব পুরুষ জলময়ুরের। টানা ২৬ দিন ডিমে তা দেয় পুরুষ জলময়ুর। একে একে ডিম ভেদ করে বেরিয়ে আসে ছানা। মাতৃহীন ছানাকে পরম মায়ায় বুকে আগলে রাখে বাবা ময়ুর। চিলসহ বিভিন্ন প্রাণি থেকে সন্তানদের বাঁচিয়ে রাখে বাবা। দু’মাস পর্যন্ত বাবার কাছে থাকে শিশু জলময়ুর।

 

আরও খবর

Sponsered content

Powered by