আন্তর্জাতিক

রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেবে ইসরাইল

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৪৩:১৫ প্রিন্ট সংস্করণ

রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেবে ইসরাইল

আসন্ন পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করবে ইসরাইল। সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরার।

আসন্ন রমজানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, পেশাদার ব্যক্তি কর্তৃক প্রয়োজনীয় নির্ধারিত নিরাপত্তার খাতিরে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় বিস্তারিত কিছু জানায়নি।

ইসরাইলের জবরদখল করা পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে পবিত্র আল-আকসা মসজিদ অবস্থিত। পবিত্র আল-আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত।

রমজানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে ইসরাইলের বিধিনিষেধ দীর্ঘদিন ধরে সংঘাতের বড় কারণ হয়ে উঠেছে। আগামী ১০ মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে।

আল-আকসা এলাকাকে ‘টেম্পল মাউন্ট’ বলে মনে করেন ইহুদিরা। এলাকাটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

আরও খবর

Sponsered content

Powered by