বাংলাদেশ

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২২ , ৫:১৬:২৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

রমজান মাসে ব্যাংকে লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলবে। তবে, ব্যাংক খোলা থাকবে বেলা ৪টা পর্যন্ত। দুপুরে যোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশনের মহা-ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।  সার্কুলারটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে বাংলাদেশে  সব ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেনের সময়সূচি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট হতে বিকেল ৪টা।  শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। যোহরের নামাজের জন্য ০১টা ১৫ মিনিট হতে ০১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।

পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।

আরও খবর

Sponsered content

Powered by