চট্টগ্রাম

রাউজানে অগ্নিকান্ডে বসতঘর ক্ষতিগ্রস্থ

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৪৫:১৩ প্রিন্ট সংস্করণ

রাউজানে অগ্নিকান্ডে বসতঘর ক্ষতিগ্রস্থ

চট্টগ্রামের রাউজানে অগ্নিকান্ডে চারটি বসতঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাউজান পৌরসভার জানালীহাট লেদু সওদাগর বাড়ি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে একে একে চারটি ঘর পুরে ছাই হয়ে যায়।

পৌরসভার কাউন্সিলর মোঃ শওকত হাসান বলেন, সোমবার রাতে লেদু সওদাগর বাড়ি এলাকায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। এতে চারটি ঘর পুড়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন এসে ১ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।

আরও খবর

Sponsered content

Powered by