দেশজুড়ে

রাণীনগরে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

  প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৯:১০:২০ প্রিন্ট সংস্করণ

রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে চলতি বোরো মৌসুমে সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে উদ্বোধন করেন এমপি ইসরাফিল আলম। এসময় রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,খাদ্য নিয়ন্ত্রক কর্তকর্তা সিরাজুল ইসলাম,খাদ্যগুদাম কর্মকর্তা শরিফুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা মেহেদি হাসান উপস্থিত ছিলেন। খাদ্য গুদাম কর্মকর্তা জানান,২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের নিকট থেকে তিন হাজার ৩৪১ মেট্রিকটন ধান এবং ৩৫ ও ৩৬ টাকা কেজি দরে তিন হাজার ৭৩ মেট্রিকটন আবত ও সিদ্ধ চাল ক্রয় করা হবে। ১৩ মে থেকে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই ধান চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by