ঢাকা

কিশোরগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৪ , ৭:৩৬:৫৯ প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

বাংলা ইশারা ভাষার প্রসার করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” প্রতিপাদ্য কে নিয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি) ইশারা ভাষা দিবস পালন করা হয়। কিশোরগঞ্জ কালেক্টরেট সভাকক্ষে জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে রেলী, আলোচনা সভা ও উপকরণ বিতরণ করা হয়।

সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত রেলী উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুবেল মাহমুদ,জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মাহবুবুর রহমান।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট দীন ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী । বক্তব্য রাখেন সহকারী পরিচালক মো. শহিদুল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, এড. মায়া ভৌমিক, সাংবাদিক মোস্তফা কামাল ও প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি গণ।

সভাশেষে অতিথিদের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে হুইল চেয়ার ও অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by