আইন-আদালত

রায় শুনে অঝোরে কাঁদলেন আবরারের বাবা

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২১ , ৬:১৩:৫৯ প্রিন্ট সংস্করণ

নিহত আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। ছবি : সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্ক:

ছেলের খুনীদের ফাঁসির রায় শুনে অঝোরে কাঁদলেন আবরারের বাবা বরকতুল্লাহ। আজ বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এই রায় ঘোষণা করা হয়। রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এদিকে, রায় শোনার পর সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আদালতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। উচ্চ আদালতে যেন এই রায় বহাল থাকে। এসময় এই রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

এর আগে, আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে আসামিদের এজলাসে তোলা হয়। রায়ের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আদালত পাড়ায় ভিড় করতে থাকে সাধারণ মানুষ। রায় শুনতে নিহত আবরার ফাহাদের স্বজন ছাড়াও এসেছিলেন আসামিদের স্বজনরা।

গত ১৪ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই মামলার রায়ের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেছিলেন। ওই দিন আদালত রায় প্রস্তুত হয়নি জানিয়ে রায়ের নতুন তারিখ ৮ ডিসেম্বর ধার্য করেন।

আরও খবর

Sponsered content

Powered by