ঢাকা

রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ৬:১৩:৪০ প্রিন্ট সংস্করণ

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

রূপগঞ্জ উপজেলার তারাবো, কাঞ্চন, কায়েতপাড়া, ভুলতা, গোলাকান্দাইল, ভোলাবোসহ আশপাশের এলাকার ডেঙ্গু প্রতিরোধে মাসব্যপী জনসচেতনতা বৃদ্ধি ও  মশক নিধন  কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৫ জুলাই শনিবার তারাবো পৌরসভার রূপসী এলাকায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মশক নিধনে ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম,সহকারী প্রকৌশলী জাকির হোসেন, কাউন্সিলর আমির হোসেন, আক্তার হোসেন, আনোয়ার হোসেন, মাহাবুবুর রহমান জাকারিয়া, লায়লা পারভীন, জোসনা বেগম,, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, আওয়ামীলীগ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও ফিরোজ ভুইয়া প্রমুখ।

 উদ্বোধনী অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক বলেন, ৩০টি লার্ভা মেশিন ও ১২ টি ফগার মেশিন দিয়ে মাসব্যপী ডেঙ্গু ও এডিস মশা নিধনে পর্যায়ক্রমে রূপগঞ্জের সকল এলাকায় ওষুধ ছিটানো হবে।  

পরে ডোবা, নালা ও মজা পুকুরে মশক নিধনে ওষুধ ছিটিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by