ঢাকা

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৩ , ৬:১২:১৮ প্রিন্ট সংস্করণ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপান সরকারের সহযোগিতা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ রোববার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে জাপানিজ পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, জাপান আমাদের ভালো বন্ধু। মিয়ানমারের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গা সদস্যদের নিরাপদ প্রত্যাবাসনে তাদের সহায়তা চেয়েছি। জাপান আমাদের মেট্রোরেল, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তৃতীয় টার্মিনালের নির্মাণে সহযোগিতা করছে। ভবিষ্যতে রেলসহ অন্যান্যখাতে সহায়তা থাকবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।

এক প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের সদস্য বলেন, আগামীকাল আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করব। সেখানকার মানবিক সহায়তার পর্যালোচনা করে জাপানের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এছাড়া দেশে অবস্থানরত জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবে প্রতিনিধি দল। এসময় দেশের বিনিয়োগ পরিবেশ আরো উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।

ডিজিটালাইজেশন সামাজিক নিরাপত্তাসহ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরো নিবিড় সম্পর্ক চেয়েছে প্রতিনিধি দলের সদস্যরা।

আরও খবর

Sponsered content

Powered by