বাংলাদেশ

লকডাউন দিতে পারবে স্থানীয় প্রশাসন: মন্ত্রিপরিষদ সচিব

  প্রতিনিধি ৩১ মে ২০২১ , ৪:১৭:৩৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

করোনা সংক্রমণ বিবেচনায় প্রয়োজনে স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো এলাকায় করোনাভাইরাসের পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা মিলে পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউন দিতে পারবেন। এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সীমান্তবর্তী হাসপাতালগুলোতে সেবা নিশ্চিতে ডিজি হেলথকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক গণমাধ্যম কর্মীদের জানান, যেখানেই সংক্রমণের ঊর্ধ্বগতি হবে সেখানেই স্বাস্থ্য মন্ত্রণালয় লকডাউন দেওয়ার সুপারিশ করবে। আর এতে দেরি করলে সংকট তৈরির আশঙ্কা আছে। সারাদেশে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য লকডাউন দেওয়া উচিত বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও খবর

Sponsered content

Powered by