বরিশাল

লোকালয় থেকে মেছোবাঘ উদ্ধার, ম্যানগ্রোভে অবমুক্ত

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২১ , ৭:১৪:২১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ভোলার চরফ্যাশনে লোকালয় থেকে একটি মেছোবাঘ উদ্ধার করেছে গ্রামবাসী। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরমানিকা ইউনিয়নের করিমপাড়া গ্রামের রফিক মাষ্টারের বসতবাড়ির বাগান থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয়। পরে কুকরী মুকরী রেঞ্জের আওতাধীন চর ইসলাম সংরক্ষিত ম্যানগ্রোভ বাগানে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চরমানিকা বিট কর্মকর্তা আবুল কাশেম।

গ্রামবাসীরা জানান, চর মানিকা ইউনিয়নের করিমপাড়া গ্রামের স্কুল শিক্ষক রফিককের বসতবাড়ির বাগানের নারিকেল গাছে গ্রামবাসীরা একটি মেছোবাঘ দেখতে পেয়ে মেছোবাঘটিকে আটক করে। পরে বন বিভাগকে খবর দিলে চরমানিকার বিট কর্মকর্তা মেছোবাঘটি উদ্ধার করে কুকরী মুকরী রেঞ্জের চর ইসলাম ম্যানগ্রোভ বাগানে অবমুক্ত করা হয়।

চরফ্যাশন উপজেলা বন কর্মকর্তা আলাউদ্দিন জানান, বন থেকে খাবারের সন্ধানে মেছোবাঘটি লোকালয়ে চলে আসে। এসময় মানুষের ভয়ে নারিকেল গাছে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by