আন্তর্জাতিক

শপথের পরই হোয়াইট হাউস কর্মকর্তাকে বরখাস্ত করলেন বাইডেন

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ২:৪০:২৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। বুধবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পরই ক্ষমতা প্রয়োগ শুরু করেছেন তিনি।

জানা গেছে, শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া বেশকিছু নীতি নির্বাহী আদেশে পাল্টে দিয়েছেন বাইডেন। স্বাক্ষর করেছেন ১৫টি নির্বাহী আদেশে। এ ছাড়া শপথ নিয়েই হোয়াইট হাউসের এক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি। বরখাস্তকৃত কর্মকর্তার নাম-পরিচয় এখনো উল্লেখ করেনি।

মনে করা হচ্ছে বরখাস্তের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নতুন কর্মকর্তাদের প্রতি সতর্কবার্তা দিয়েছেন বাইডেন। এ ছাড়া কোনো অসদাচরণ সহ্য করা হবে না জানিয়ে বাইডেন বলেছেন, যারা আমার সঙ্গে কাজ করছেন এবং যদি আমি শুনতে পাই অন্য সহকর্মীর প্রতি অসম্মানজনক আচরণ করছেন, কাউকে খাটো করে কথা বলছেন, সঙ্গে সঙ্গেই আমি তাকে বরখাস্ত করব।

আরও খবর

Sponsered content

Powered by