বাংলাদেশ

‘শিক্ষার্থীরা টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না’

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২২ , ৫:১৬:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ নেওয়া না থাকলে তারা স্কুলে যেতে পারবে না। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে বলা হয়েছে। ৩ জানুয়ারি এ বিষয়ে আলোচনা হয়েছে, আর আজ কেবিনেট বৈঠকে শিক্ষামন্ত্রীকে বলা হয়েছে। এতক্ষণে শিক্ষা মন্ত্রণালয় নিশ্চয় এ ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছে।

গত বছর এসএসসি পরীক্ষা আগে ঢাকায় ১২ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া শুরু করে। চলতি মাসেই সারা দেশে ওই বয়সী শিক্ষার্থীদের জন্য বড় পরিসরে টিকাদান শুরু হওয়ার কথা।

এদিকে ১২ বছরের কম বয়সীরা এখনও কোভিড টিকার আওতায় নেই। তাদের স্কুলে যাওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সিদ্ধান্ত শুধু স্কুল শিক্ষার্থীদের জন্য যাদের বয়স ১২ থেকে ১৭ বছর। কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এ ধরনের নির্দেশনা নয়।

আরও খবর

Sponsered content

Powered by