রাজশাহী

শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২০ , ৮:১৩:৫৪ প্রিন্ট সংস্করণ

শিবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সামাজিক বন বিভাগ বগুড়ার আয়োজনে শিবগঞ্জ উপজেলার সেকেন্দ্রাবাদ গ্রামে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যের অনুকূলে বিনা মূল্যে ৫ হাজার ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন। অপর দিকে অনুরূপ কর্মসূচী উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, বগুড়া সামাজিক বন বিভাগের রেঞ্জ অফিসার মোঃ আইয়ুব আলী, আফছার আলী, আ: লতিফ প্রমুখ। উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার ২০ হাজার ৩শত ২৫টি ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হবে বলে বন বিভাগ জানিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by