ময়মনসিংহ

শেরপুরের নালিতাবাড়ীতে ভিজিএফের চাল ও গম উদ্ধার, আটক ১

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২০ , ৭:৩৩:০০ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ভিজিএফের ১৬৩ বস্তা চাল উদ্ধার হয়েছে। সাথে গ্রেপ্তার হয়েছেন সাইদুল ইসলাম নামে এক ব্যক্তি। এছাড়াও ৩৮৪ বস্তা গমসহ আরেকটি গুদাম সিলগালা করে দিয়েছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের উত্তর বাজার এলাকায় এই অভিযান চালায় র‌্যাব ১৪ এর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব ১৪ এর সহকারী পুলিশ সুপার এসএম সবুজ রানা। র‌্যাবের ডিএডি আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরেই এই চক্রটি বিভিন্ন ইউনিয়ন থেকে ভিজিএফের চাল ক্রয় করে আসছিলো। নিজস্ব সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়েই র‌্যাব এই অভিযান চালায়। এ সময় গুদাম হতে চালসহ সাইদুলকে আটক করা হয়। পরে সাইদুলের কথামত আরেকটি গুদামে গম পাওয়া যায়। এদিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর ব্যবসায়ী ইউনুছ আলী এন্ন (৫৫) ও হাদিউল ইসলাম (৪৫) নামে অপর দুজন পালিয়ে গেছে। অভিযানকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সাথে ছিলেন। রাতেই বিশেষ ক্ষমতা আইনে তিন জনের নামে মামলা দিয়ে আটক ছায়েদুলকে পুলিশে হস্তান্তর করেছে র‌্যাব।

আরও খবর

Sponsered content

Powered by