দেশজুড়ে

শেরপুরে বোরা চাল সংগ্রহ শুরু

  প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৪:০০:০১ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : চলতি মৌসুমের বোরো চাল সংগ্রহ শুরু করেছে শেরপুরের খাদ্য বিভাগ। বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে শেরপুর খাদ্য গুদামে বোরো চাল সংগ্রহ শুরু হয়। জেলা খাদ্য বিভাগের আয়োজনে বোরো চাল সংগ্রহ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তোফায়েল আহাম্মদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ মামুন হোসেন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আছাদুজ্জামান রওশন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে সরকার প্রতি কেজি সিদ্ধ ও আতপ চালের সংগ্রহ মূল্যে নির্ধারণ করেছেন, যথাক্রমে সিদ্ধ চাল প্রতি কেজি ৩৬ টাকা ও আতপ চাল প্রতি কেজি ৩৫ টাকা।

তিনি আরো জানান, এবছর শেরপুর জেলার পাঁচ উপজেলার মধ্যে শেরপুর সদর উপজেলায় ১৫ হাজার ৫৩৫ মেট্রিকটন, নালিতাবাড়ী উপজেলায় ৩ হাজার ২৯৩ মেট্রিকটন, নকলা উপজেলায় ১ হাজার ৬৩৯ মেট্রিকটন, শ্রীবরদী উপজেলায় ২ হাজার ২৪৬ মেট্রিকটন, ঝিনাইগাতী উপজেলায় ২ হাজার ৩০৯ মেট্রিকটনসহ মোট ২৫ হাজার ০৬২ মেট্রিকটন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সদরসহ পাঁচ উপজেলায় ২ হাজার ৯৪২ মেট্রিকটন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by