রাজশাহী

সততার প্রমান দিলেন পাঁচবিবির ফায়ারম্যান

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২০ , ৪:০৪:০৪ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

গত ১৯ ডিসেম্বর জয়পুরহাট পুরানাপৈল রেলগেটে ট্রেন-বাস সংঘর্ষে ফায়ারম্যানরা উদ্ধার কাজের সময় নিহত বাসযাত্রীর মোবাইল ফোন ও ম্যানিব্যাগ পেয়ে তাদের পরিবারের নিকট সেগুলো বুঝিয়ে দেন। পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের মরহুম সাংবাদিক মোশারফ হোসেন মজনুর ছেলে ব্যাংক কর্মকর্তা মঞ্জুরুল হাসান নাসিমের ম্যানিব্যাগ ও আটুল গ্রামের আলতাফ হোসেনের ২ ছেলে সরোয়ার হোসেন এবং ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ার ছাত্র আরিফুর রহমান রাবিবর মোবাইল ফোন বুঝিয়ে দেন তিনি।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক খন্দকার সানাউল হকের নেতৃত্বে জয়পুরহাট সদর ও পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মিরা উদ্ধার কাজে অংশগ্রহন করে। পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অপু কুমার মন্ডল বলেন, ট্রেন-বাস দুর্ঘটনায় উদ্ধার কাজের সময় ফায়ারম্যান নিহত বাসযাত্রীর ম্যানিব্যাগ ও মোবাইল ফোন পেয়ে তা আমার নিকট জমা দেয়। পরে উপযুক্ত প্রমানসহ সেগুলো তাদের পরিবারের লোকের নিকট বুঝিয়ে দেই।

 

Powered by