আন্তর্জাতিক

সমঝোতার অপশন টেবিল থেকে সরিয়ে ফেলা হয়েছে: রাইসি

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ৬:৪১:৫০ প্রিন্ট সংস্করণ

সমঝোতার অপশন টেবিল থেকে সরিয়ে ফেলা হয়েছে: রাইসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আত্মসমর্পণ কিংবা সমঝোতার অপশন টেবিল থেকে সরিয়ে ফেলা হয়েছে। এসময় তিনি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণকে ভুল এবং অর্থহীন পশ্চাদপদতা বলে মন্তব্য করেন।

রোববার তেহরানে ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত ৩৭তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর পার্স টুডের

তিনি বলেন, ঐক্যের মানে এখন মাজহাব কিংবা ভৌগোলিক ঐক্য নয় বরং ঐক্য ও সংহতির অর্থ হলো মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষা করা।

তিনি আরও বলেন, শত্রুরা চায় যাতে মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সংহতি না থাকে। আজ যারাই সংহতি ও ঐক্যের পথে অগ্রসর হয় তারা ইসলামের কৌশলের দিকেই অগ্রসর হচ্ছে। আর যারা বিচ্ছিন্নতার পথে এগুচ্ছে তারা ইসলামের শত্রুদের পক্ষে কাজ করছে।

আরও খবর

Sponsered content

Powered by