দেশজুড়ে

সরকার দলীয়রা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে ব্যর্থ হয়েছে: ডা.শাহাদাত

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৮:৫২:৩৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যাুরো: দ্বিতীয় পর্যায়ে ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন কওে ত্রাণ বিতরণ করছেন ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি বিএনপি প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠী ত্রাণ পাচ্ছে না, সরকারদলীয়রা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে ব্যর্থ হয়েছে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ফলে সবকিছুই বন্ধ হওয়ার পর থেকে প্রথম ধাপে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে ১০০০০ (দশ হাজার) পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে করেছি

আজ থেকে দ্বিতীয় ধাপে চট্টগ্রাম মহানগরের ৪৩ টি ওয়ার্ডে আরো ১০০০০ (দশ হাজার) পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ডা. শাহাদাত হোসেন আরও বলেন, গরীব অসহায় দু:স্থ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে সরকারি ত্রাণ গরীব অসহায় মানুষের ঘরে ঘরে যাচ্ছে না অন্যদিকে চাল, ডাল, লবণ, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা যেন মরার উপর খাঁড়ার ঘা শুধু তাই নয় মাছ, মাংস, কাঁচা সবজির দাম জনগণের নাগালের বাইরে চলে গেছে

অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে ডা. শাহাদাত আরো বলেন, প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে তাই এই মুহূর্তে সবাইকে ঘরে থেকে বের না হয়ে নিজেকে নিরাপদ রাখতে হবেতিনি আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে প্রবর্তকস্থ ট্রিটমেন্ট হাসপাতালের সামনে প্রথম ধাপে ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড নেতৃবৃন্দ কাছে ত্রাণ হস্তান্তরের মাধ্যমে দ্বিতীয় ধাপে চট্টগ্রাম মহানগরী ৪৩ টি ওয়ার্ডে আরো ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে কথা বলেন

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চু, সহদপ্তর সম্পাদক অধ্যক্ষ খোরশেদ আলম, সহ যুব বিষয়ক সম্পাদক ইসমাইল বাবুল, ১৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাজী ইমরান উদ্দিন, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বিএনপি নেতা মোহাম্মদ খোরশেদ প্রমুখ নেতৃবৃন্দ এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার করোনা সচেতনামূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে

 

 

আরও খবর

Sponsered content

Powered by