ময়মনসিংহ

সরিষাবাড়ীর সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় স্বস্তি ফিরিছে অভিভাবকদের মাঝে

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২১ , ৬:৪৯:২৫ প্রিন্ট সংস্করণ

উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ীঃ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামালপুরের সরিষাবাড়ীতে সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে খুলে দেয়া হয়েছে। করোনায় প্রায় দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। কিছু প্রতিষ্ঠান বন্যার পানি নেমে না যাওয়ায় পাঠদানে ফিরতে না পারার শঙ্কা তৈরি হয়েছিলো, কিন্তু সঠিক সময়ে পানি নেমে যাওয়ায় তারাও পাঠদানে ফিরছেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার।
রবিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রতিটি স্কুল-কলেজের সামনে উপচে পড়া ভীড়, দীর্ঘদিন পর স্কুল-কলেজে ফিরতে পেরে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের বাড়তি আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর স্কুল-কলেজে আসা এমন কিছু শিক্ষার্থীর সাথে কথা হয়, তারা বলেন, দীর্ঘদিন পর কলেজে আসতে পেরে খুবই ভালো লাগছে, সবকিছু নতুন নতুন মনে হচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে।
এডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন পরে কলেজ খোলায় শিক্ষার্থীদের মাঝে একধরনের আনন্দ ছিলো, সকাল থেকেই তারা স্বতঃস্ফূর্তভাবে কলেজে প্রবেশ করলে আমরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাই।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরা মুস্তারি ইভা জানান, রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পাঠদান শুরু করতে পেরে খুবই ভালো লাগছে।
সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি,

আরও খবর

Sponsered content

Powered by