রাজশাহী

সাঁথিয়ায় মৎস্যজীবীদের মাঝে জাল, দড়ি বিতরণ

  প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৮:১৭:৩৪ প্রিন্ট সংস্করণ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় মৎস্য অফিসের উদ্যোগে মৎস্যজীবীদের মাঝে জাল ও দড়ি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সঁঁঁঁঁাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার আ. হালিমের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ এ্যাড. শামসুল হক টুকু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। উপজেলার ১০ টি ইউনিয়নে ২০ টি মৎস্য সমিতির মাঝে জাল, দড়ি বিতরণ করা হয়। প্রধান অতিথি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, শেখ হাসিনা সরকার দেশের মৎস্য খাতকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ”জাল যার জলাশয় তার” এ নীতিতে সরকার বিশ^াসী। দেশের সব নদী ও জলাশয় সংস্কার ও খননের পরিকল্পনা রয়েছে সরকারের। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মৎস্যজীবীদের নিয়ে ভাবেন। দেশে মহামারী করোনা ভাইরাসের থাবা থেকে মানুষকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন।

আরও খবর

Sponsered content

Powered by