দেশজুড়ে

সাভারে পুলিশের সাথে কারিতাসের মতবিনিময় সভা

  প্রতিনিধি ৩১ মে ২০২২ , ৭:৪৪:৩৬ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
সাভারে পুলিশ প্রশাসনের সাথে ভেজাল খাদ্য প্রতিরোধে করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে সাভার মডেল থানা সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার ওসি (অপারেশনস এন্ড সিপি) মাকারিয়াস দাস।

সভায় সাভার মডেল থানার ৩৫জন পুলিশ সদস্যসহ আরো উপস্থিত ছিলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, কারিতাস উদ্যম প্রকল্পের এডুকেটর সুমন জন রোজারিও, এ্যাডভোকেট শাহীন ও কারিতাস ইকোনমিক রি-ইন্ট্রিগেশ অফ রিকভারী ইন বাংলাদেশ প্রকল্পের মনিটরিং এন্ড জবপ্লেসমেন্ট অফিসার আগষ্টিন মিন্টু হালদার প্রমূখ।

মতামতবিনিময় সভা শেষে কারিতাস উদ্যম প্রকল্পের মাধ্যমে ঝুকিপূর্ণ সদস্য ও মাদকাসক্ত পরিবারের পূর্ণবাসনের লক্ষে ক্ষুদ্র ব্যবসার জন্য ৫জনকে অর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by