রাজশাহী

সারিয়াকান্দিতে বন্যা পরিস্থিতির অবনতি

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২০ , ৪:০৩:২৯ প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান মুনজু, সারিয়াকান্দি (বগুড়া) : প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সারিয়াকান্দিতে বন্যার্ত মানুষ দিশেহারা । যমুনা ও বাঙ্গালী নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে । পানি বৃদ্ধি ও প্রবল ঘূর্ণাবর্তে যমুনা রূদ্রমূর্তি ধারণ করছে। নদী ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম, জনপদ ও গুরত্বপূর্ণ স্থাপনা। গত কয়েকদিনে চালুয়াবাড়ী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক, মসজিদ ও এতিমখানা নদীগর্ভে বিলীন হয়েছে। হমকির মধ্যে পড়েছে চরদিঘাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিমুলতাইড় সরকারি প্রাথমিক ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরা ল ও নদী তীরবর্র্তী এলাকার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। বন্যার্ত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে গবাদি পশু ও গৃহস্থালি সামগ্রি নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে । আশ্রিত লোকজন খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে । গো খাদ্যের সংকট ও চরমে।

Powered by