দেশজুড়ে

সিরাজদিখানে স্কুলছাত্রী শ্রাবন্তী দত্তকে উদ্ধারের দাবি ও সাভারের নীলা হত্যার প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২০ , ৩:৩৫:২০ প্রিন্ট সংস্করণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

সিরাজদিখানে নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী সিরাজদিখানে স্কুল ছাত্রী শ্রাবন্তী দত্তকে উদ্ধারের দাবিতে ও সাভারের নীলা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফটক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জৈনসার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সভাপতি সত্য রঞ্জন সরকারের সভাপতিত্বে ও সুবীর চক্রবর্তীর সঞ্চালনায় এইসময়,মুন্সীগঞ্জ জেলা ও সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ, মুন্সীগঞ্জ জেলা ও সিরাজদিখান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের কয়েকশ নেতাকর্মীসহ সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সমর কুমার ঘোষ, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সভাপতি অজয় চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সহ- সভাপতি অভিজিৎ দাস ববি, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি গোবিন্দ দাস পোদ্দার, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জয় হরি মল্লিক, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন, সিরাজদিখান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক তপন রাজবংশী, রশুনিয়া ইউনিয়ন পূজা উদযাপন সভাপতি ডাঃ রনবীর ঘোষ, সাংবাদিক দেবব্রত দাস দেবু, সাংবাদিক গোপাল দাস হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য গত ০৯ আগস্ট স্কুল ছাত্রী শ্রাবন্তী দত্তের নিজ গ্রামের বাড়ি সিরাজদিখানা উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী জুনিয়র স্কুলের(ইয়াকুব আলী মোড়ল ইন্সটিটিউটি) এলাকা থেকে কয়েকজন যুবক জোরপূর্বক একটি সিএনজি করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন। পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, লৌহজং উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী শ্রাবন্তী দত্ত পিতা সুরঞ্জন দত্ত একজন ওষধ ব্যাবসায়ী। ঘটনার দিন শ্রাবন্তী দত্ত ইছাপুরা বাজারে যাওয়ার সময় সকাল সারে ৮টা দিকে তাকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় সিরাজদিখান থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। এতে মো. জনি দেওয়ান (২০),হালিমা বেগম(৪৫)সহ অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামি করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নং- ০৮। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন, স্কুল ছাত্রী  দত্তের পরিবারের সদস্যরা। তারা অবিলম্বে শ্রান্তী দত্তকে উদ্ধার করে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

 

জৈনসার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সভাপতি সত্য রঞ্জন সরকার বলেন, সাভারে পুলিশ প্রশাাসনের ব্যর্থতার কারণে মেধাবী ছাত্রী নীলা রায় খুন হয়েছে। সিরাজদিখানবাসী জানতে চায়। সারাদেশের হিন্দু স¤প্রদায়ের মেয়েদের প্রকাশ্যে অপহরন, ধর্ষণ ও হত্যার হুমকি দেয়া হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। শ্রাবন্তী দত্তের অপহরনের আজ ৪৬ দিন, এমতাবস্থায় আগামী ৭২ ঘন্টার মধ্যে শ্রাবন্তী দত্তের অপহরনকারী ও তাকে মদদদাতাদের গ্রেফতার না করলে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

 

সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, অপহরণ মামলার তদন্ত কার্যক্রম চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে প্রেমঘটিত ঘটনা। স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পুলিশের যতসব প্রক্রিয়া রয়েছে তা ব্যবহার করে উদ্ধার তৎপরতা চলছে।

আরও খবর

Sponsered content

Powered by