দেশজুড়ে

সিরাজদিখানে ১২০০টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২০ , ৩:৫৫:২০ প্রিন্ট সংস্করণ

সঞ্জিত দাস, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :  করোনাভাইরাস বিস্তার রোধে দেশব্যাপী লকডাউনের ফলে অসহায়, দরিদ্র খেটে খাওয়া মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে, অনেকের দৈনন্দিন খাবার যোগাড় করাটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এমন দুর্যোগপূর্ণ সময়ে জনপ্রতিনিধিসহ সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
এই আহ্বানে সাড়া দিয়ে সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ ও মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগের  যৌথ উদ্যোগে সিরাজদিখান উপজেলায় ব্যাপক ত্রাণ বিতরনের উদ্যোগ  গ্রহন করেছেন। এ ধারাবাহিকতায় মালখানগর ইউনিয়নে বৃহস্পতিবার সকাল সারে ১০টায় ২টি স্পটে ১২০০টি দুস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। মালখানগর গোরাপীপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় ৮০০টি পরিবার এবং মালখনগর মাদ্রাসা মাঠে ৪০০টি পরিবারকে এ খাদ্য  সামগ্রী দেওয়া হয়।
এ সময় সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ,মালখানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার জ্যো¯œা,লেখক কবি সামসুল হক,মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আনিছুর রহমান মৃধা, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সাধারন সম্পাদক সুবীর চক্রবর্তী,মালখানগর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম,যুবলীগ নেতা আনিছুর রহমান রিয়াদ,মালখানগর ইউনিয়ন যুবলীগ সভাপতি মকবুল হোসেন আনু, মালখানগর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আহছানুল ইসলাম আনু, মালখানগর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি  মোঃ ওমর ফারুখ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content

Powered by